পরিসংখ্যান ব্যুরো : পরিসংখ্যান সহকারী ও জুনিয়র পরিসংখ্যান সহকারী নিয়োগ টিপস (গণিত) নভেম্বর ২০২০

পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুণ । ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল । পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
উত্তরঃ ৩৬ বছর ও ৯ বছর ।

কোন বই ৪০ টাকায় বিক্রি করলে ২০ % ক্ষতি হয় । কত টাকায় বিক্রি করলে ৪০ % লাভ হবে?
উত্তরঃ ৭০ টাকা ।

যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক কোন কাজ ২০ দিনে করতে পারে । তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
উত্তরঃ ৬ দিনে ।

এক লোক সপ্তাহে ৪৫০০ টাকা আয় করেন এবং ৩৫০০ টাকা ব্যয় করেন । তার আয়ের সঙ্গে সঞ্চয়ের অনুপাত কত হবে?
উত্তরঃ ৩: ১ ।

৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর । ৩ জন ছাত্রের গড় বয়সের গড় ১৭ বছর হলে , বাকি ৬ জন ছাত্রের গড় বয়স কত?
উত্তরঃ ১৪ বছর ।

বার্ষিক ৩% হার সুদে কত টাকা ৫ বছরে সুদে-মূলে ৮০৫ টাকা হবে?
উত্তরঃ ৭০০ টাকা ।

১,২, ৩ দ্বারা গঠিত তিন অঙ্কের যতটি সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত?
উত্তরঃ ১৩৩২ ।

০.০২৩ এর ১% হচ্ছে …
উত্তরঃ ০.০০০২৩ ।

একটি সংখাকে ৫০ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ৩.৬% । সংখ্যাটি কত?
উত্তরঃ ১.৮ ।

দুটি সংখ্যার অনুপাত ৫:৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয় । সংখ্যা দুটি কি কি?
উত্তরঃ ১০ ও ১৬ ।

a + b = 6 এবং ‍ab = 15 হয় তবে ‍a2 + b2 এর মান কত?
উত্তরঃ 6.

a – [a-{a – (a+1)}] = কত?
উত্তরঃ  -1.

x4 + x2 + 1  এর একটি উৎপাদক x2 + x +1 . অপর উৎপাদকটি কত?
উত্তরঃ x2 -x+1.

a + b + c = 0 হলে a3 + b3 + c3 এর মান কত?
উত্তরঃ 3abc.

x2 -3x- 2  কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
উত্তরঃ 2.

x + y = 2 এবং x2 +y2 = 4 হলে , x3 + y3 এর মান নির্ণয় করুন..
উত্তরঃ 8.

যদি a + b = 2 এবং ‍ab = 1 হয় তবে, a ও  b এর মান যথাক্রমে …
উত্তরঃ 1, 1.

ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হল । ∠ACD = 105° হলে ∠BAC + ∠ABC = কত?
উত্তরঃ 105°

সূর্যের উন্নতি কোণ ৬০° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য ২৪০ মিটার হয় । মিনারটির উচ্চতা কত?
উত্তরঃ ৪১৫.৬৯২ মিটার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here