২০১৯ সালের কুমিল্লা বোর্ড এর এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্র প্রশ্ন ও সমাধান

1. নিচের কোনটি Ex-situ  সংরক্ষণ ?
ক. জাতীয় উৎপাদন
খ. বোটানিক্যাল গার্ডেন
গ. সাফারী পার্ক
ঘ. ইকো পার্ক
উত্তর : বোটানিক্যাল গার্ডেন
2.  নিচের কোন উদ্ভিদে লুকায়িত পত্ররন্ধ্র বিদ্যমান ?
ক. আম
খ. শাপলা
গ. করবী
ঘ. সেগুন
উত্তর : করবী 
3. ‍উদ্দীপকে প্রদর্শিত উদ্ভিদটি নিচের কোন গোষ্ঠীতে দেখা যায় ?
ক. ব্রায়োফাইটা
খ. টেরিডোফাইটা
গ. শৈবাল
ঘ. ছত্রাক
উত্তর : টেরিডোফাইটা 
4.  উদ্দীপকে প্রদর্শিত উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য-
(i)  সহবাসী
(ii)  যৌন প্রজনন ঘটে
(iii)  স্পোর অঙ্করিত হয়ে সৃষ্ট
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii
5.  শতকরা প্রায় কতটি উদ্ভিদে মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রণথলি গঠিত হয় ?
ক. 25
খ. 50
গ. 75
ঘ. 95
উত্তর : 75
6.  টিস্যু কালচারের মাধ্যমে পাওয়া যায়-
(i)  রোগমুক্ত চারা
(ii)  হুবহু মাতৃ গুণসম্পন্ন চারা
(iii)  অল্প সময় ও স্থানে অধিক চারা
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii
7.  উদ্দীপকে প্রদর্শিত বিক্রিয়ায়  y  এর ক্ষেত্রে প্রযোজ্য-
(i)  আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন
(ii)  উপজাত হিসেবে নির্গত
(iii)  উৎস হলো পানি
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ii ও iii
8.  উদ্দীপকের বিক্রিযার নির্দেশিত x হলো-
ক. মনোস্যাকারাইড
খ. ডাইস্যারাইড
গ. অলিগোস্যাকারাইড
ঘ. পলিস্যাকারাইড
উত্তর : মনোস্যাকারাইড 
9.  ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মানবদেহে সংক্রমণ ঘটায় ?
ক. মেরোজয়েট
খ. স্পোরোজয়েট
গ. ক্রিপ্টোজয়েট
ঘ. সাইজন্ট
উত্তর : স্পোরোজয়েট
10.  কোনটি গ্লকোজের সাথে সমপরিমাণে যুক্ত হয়ে সুক্রোজ গঠিত হয় ?
ক. ইরিথ্রোজ
খ. র‌্যাফিনোজ
গ. রাইবোজ
ঘ. ফুক্টোজ
উত্তর : ফুক্টোজ 
11.  কোন উপাদানটি মাইক্রোমৌল ?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. কপার
ঘ. কার্বন
উত্তর : কপার 
12.  কোনো কোডটির অ্যামিনো এসিডবাহ tRNA  নাই ?
ক. CCA
খ. UAA
গ. AUG
ঘ. UCU
উত্তর : UAA 
13. কোনটি Preris এর স্পোরোফাইটের প্রথম কোষ ?
ক. স্পোর
খ. সোরাস
গ. উস্পোর
ঘ.স্পোর মাতৃকোষ
উত্তর : উস্পোর 
14. নিচের কোন উদ্ভিদে হাইডাথোড বিদ্যমান ?
ক. শসা
খ. কচু
গ. বেগুন
ঘ. মরিচ
উত্তর : কচু 
15. ফ্লাজেলাবাহী স্পোরকে কী বলে ?
ক. অ্যাপ্লানোস্পোর
খ. হিপনোস্পোর
গ. অ্যাকাইনিটি
ঘ. জুস্পোর
উত্তর :  জুস্পোর 
16.  Ricca-র পুংজননাঙ্গের নাম কী ?
ক. অ্যান্থেরিডিয়াম
খ. আর্কিগোনিয়াম
গ. জুস্পোরািঞ্জিয়াম
ঘ. স্পোরাঞ্জিয়াম
উত্তর : অ্যান্থেরিডিয়াম 
17. নিচের কোনটি malvaceae গোত্রের বৈশিষ্ট্য ?
ক. পরাগধানী সর্বমুখ
খ. পরাগধানী বৃক্ককার
গ. মঞ্জরি  স্পাইকলেট
ঘ. ফল ক্যারিওপসিস
উত্তর : পরাগধানী বৃক্ককার
18.  যুগ্ন প্রোটিনের অপ্রোটিন অংশ জৈবরাসায়নিক পদার্থ হলে তাকে বলা হয়-
ক. অ্যাক্টিভেটর
খ. কো- ফ্যাক্টর
গ. কো- এনজাইম
ঘ. অ্যাপো- এনজাইম
উত্তর : কো- এনজাইম 
19. কোন  উপাদানটি উদ্ভিদ ক্যাটায়ন হিসেবে শোষণ ? 
ক. N
খ. CL
গ. B
ঘ. K
উত্তর : K
20. উদ্দীপকে A  চিহ্নিত সংঘটিত প্রক্রিয়ার ফলে বা ঘটে-
(i)  সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময়
(ii)  ক্রোমোজোমে জিনগত পরিবর্তন
(iii)  নতুন প্রকরণ সৃষ্টি
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ii ও iii
21.  উদ্দীপকে প্রদর্শিত প্রক্রিয়াটি সংঘটনের পূর্বে যা ঘটে-
(i)   সিন্যাপসিস
(ii)  বাইভ্যালেন্ট
(iii)  টেট্রাড অবস্থা
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ii ও iii
22.  কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত ?
ক. DNA
খ. RNA
গ.  প্রোটিন
ঘ. কার্বোহাইড্রেট
উত্তর : DNA 
23.  কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয় ?
ক. পিলি
খ. ফ্ল্যাজেলা
গ. ক্যাপসিড
ঘ. মেসোসোম
উত্তর : পিলি
24.  উদ্দীপকে প্রদর্শিত কোষ বিভাজনের ক্ষেত্রে প্রযোজ্য-
(i)  এককোষী সুক্রেন্দ্রিক জীবে বংশবৃদ্ধি ঘটে
(ii)  দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন ঘটে
(iii)  মাতৃ বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii
25. উদ্দীপকের কোষ বিভাজনটি সংঘটিত হয়-
(i)  দেহকোষ
(ii)  জননকোষ
(iii)  জননাঙ্গে
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here