সাম্প্রতিক প্রশ্নোত্তর – বাংলাদেশ ও আন্তর্জাতিক , অক্টোবর ২০২০

নরওয়ের রাজনীতিবীদ-
-টিরিং জেড্ডে ।

‘ইউনিয়ন-পে, যে দেশের আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান-
-চীন ।

সব ম্যাচ জিতে চ্যাম্পিয়নস লীগ জয়ী একমাত্র দল-
-বায়ার্ন মিউনিখ ।

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিউটের (BRRI) বর্তমান মহাপরিচালক-
-শাহজাহান কবির ।

বাংলাদেশে মহাশোলের প্রজাতি আছে-
দুটি (সোনালি মহাশাল ও লাল পাখনা মহাশোল ) ।

বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট-
আলেক্সান্ডার লুকাশেঙ্কো ।

বর্তমান রুশ প্রধানমন্ত্রী-
-মিখাইল মিশুস্তিন ।

জিডিপির হিসেবে সবচেয়ে বড় অর্থনীতির দেশ-
-চীন (জিডিপির-আকার ২২ দশমিক ৫৩ ট্রিলিয়ন ডলার) ।

বিশ্বের প্রথম নিনজা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়-
জাপানের মাই বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে ।

প্যাংগং লেক অবস্থিত-
লাদাখ, ভারত ।

CEDAW এর পূর্ণরুপ-
Convention On The Elimination Of All forms of Discrimination Against Women. (আন্তর্জাতিক CEDAW দিবস ৩ সেপ্টেম্বর) ।

‘থ্রি সি’ শব্দটি জড়িত-
করোনাভাইরাসের সঙ্গে ।

কুখ্যাত ‘হো লো কারাগার’ অবস্থিত-
হ্যানয়, ভিয়েতনাম ।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস-
১৫ সেপ্টেম্বর ।

হুইলার দ্বীপ অবস্থিত-
ওডিশা, ভারত ।

গত ১০০ বছরের মধ্যে সম্প্রতি যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে-
ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট (৫৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস) ।

নিউজিল্যান্ডে সংসদ নির্বাচন হচ্ছে-
১৭ অক্টোবর, ২০২০ ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ১৩ তম আসর শুরু হয়-
১৯ সেপ্টেম্বর ২০২০, সংযুক্ত আরব আমিরাতে ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তৃমান সভাপতি দেশ-
নাইজার (জাতিসংঘ নিযুক্ত নাইজারের ্বর্তমান রাষ্টদূত আবুদ আবারি) ।

সম্প্রতি পুরানো গুহার সন্ধান পাওয়া গেছে-
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ( ১৫০ বছরের পুরানো এই গুহার নাম বাদুরগুহা) ।

‘তুমি কি ভয় পাচ্ছ’- এমন শিরোনামে ‘গার্ডিয়ান’ পত্রিকার উপসম্পাদকীয় লিখেছে-
কৃত্রিম বুদ্ধিমত্তার অধিকারী রোবট-জিপিটি-৩ ।

যুক্তরাষ্টের ৫৯ তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে-
৩ নভেম্বর, ২০২০ ।

ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করায় ২০২১ সালের নোবেলে শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্প্রের নাম প্রস্তাব করেন-
নরওয়ের রাজনীতিবিদ টিরিং-জেড্ডে ।

লেবাননের নতুন প্রধানমন্ত্রী-
মোস্তফা আদিব ।

ভারতীয় সেনাবাহিনীর বর্তমান প্রধান-
মনোজ মুকুন্দ নারভানে ।

জাপানের উড়ন্ত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘স্কাই ড্রাইভ’ এর তৈরি করা যে গাড়িটি গত ২৫ আগস্ট আকাশে ওড়ে-
এসডি-০৩ ।

টোকিও অলিম্পিকে প্রথম বাংলাদেশী হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে যে বাংলাদেশী-
তিরন্দাজ রোমানা সানা ।

যুক্তরাষ্টে আসন্ন সাধারণ নির্বাচনে ডাকযোগে ভোট শুরু হয়েছে-
৪ সেপ্টেম্বর, ২০২০ ।

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী-
চীন ।

উপসাগরীয় যে দেশে সম্প্রতি প্রথমবারের মত নারী বিচারক নিয়োগ দেয়া হয়েছে-
কুয়েত ।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বর্তমান মহাসচিব-
সৈয়দ শাহেদ রেজা ।

২০২০ সালের এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার জিতেছেন-
লেডি গাগা (মোট ৫ টি শাখায়) ।

সম্প্রতি ‘দ্য ডিসকমফোর্ট অব ইভিনিং’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতেছেন-
ডাচ ঔপনাসিক ২৯ বছর বয়ষী মার্কি লুকাস রিজনেভেল্ড (বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন-মাইকেল হ্যাচিসন) ।

আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত হয়-
৫ সেপ্টেম্বর ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সম্মেলনের সভাপতিত্বকরিী দেশ-
নাইজার ।

ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে-
অক্টোবর, ২০২০ ।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়-
৮ সেপ্টেম্বর ।

‘মহাকলী নদী যে দুই দেশের সীমানারেখা নির্দেশ করে-
ভারত-নেপাল ।

ভারত-চীন মধ্যবর্তী সীমানা লাইন-
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ।

খৈয়ার ছড়া’ ঝরনা অবস্থিত
মিরসরাই, চট্টগ্রাম ।

বাংলাদেশ সরকারের সম্প্রতি চালু করতে যাওয়া শরিয়াহভিত্তিক ইসলামি বন্ডের নাম-
সুকুক (‘সুকুক’ আরবি শব্দ এর অর্থ সিলমোহর লাগিয়ে কাউকে অধিকার ও দায়িত্ব দেওয়ার আইনি দলিল) ।

যুক্তরাষ্ট্রের মোট ইলেকট্রোরার ভোটের সংখ্যা-
৫৩৮ টি ।

২০২০ সালে পুরুষ ও মহিলা এককে ইউএস ওপনে জয়ী খেলোয়াড়-
ডনিনিক থিয়েম (অষ্ট্রিয়া) এবং নওমি ওসাকা (জাপান) ।

‘এক্সটিংকশন বিরোলিয়ন’ হলো-
জলবায়ু পরিবর্তনবিরোধী সংগঠন ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ইলেকটোরাল ভোট প্রয়োজন-
২৭০ টি ।

‘ডেমোক্রেসি মনুমেন্ট’ অবস্থিত
ব্যাংকক, থাইল্যান্ড ।
‘আলকাতরাহ দ্বীপ’ অবস্থিত-
সান ফ্রানন্সিসকো, যুক্তরাষ্ট্র ।

সামরিক দিক দিয়ে গুরত্বপূর্ণ ‘কারাটপ’ যে দুই দেশের বিরোধপূর্ণ অঞ্চল-
চীন-ভারত ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here