এইস এস সি ২০১৬-২০১৭ বোর্ড প্রশ্নপত্র সমাধান

        বহুনির্বাচনি প্রশ্ন
                                      তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
                                      সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি?
ক. রেডিও খ. টেলিফোন
গ. টেলিভিশন ঘ. কম্পিউটার উত্তর:™ঘ
২. টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কী বলা হয়?
ক. টেলিকনফারেন্স খ. টেলিকমিউনিকেশন
গ. ভিডিও কনফারেন্স ঘ. ভিডিও চ্যাটিং উত্তর:™ক
৩. রোগী দূরের ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে?
ক. ভিডিও কনফারেন্স খ. অনলাইন চ্যাটিং
গ. টেলিকনফারেন্স ঘ. ভয়েস কল উত্তর:™ক
৪. সাম্প্রতিক সময়ে কোনটির ব্যাপক প্রসার হয়েছে?
ক. টেলিভিশন খ. ইন্টারনেট
গ. কম্পিউটার ঘ. মোবাইল উত্তর:™খ
৫. তথ্য প্রযুক্তি বলতে মূলত কী বুঝায়?
ক. তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি
খ. তথ্য বিক্রির প্রযুক্তি
গ. তথ্য বিকৃতির প্রযুক্তি
ঘ. শুধুমাত্র তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি উত্তর:™ক
৬. স্কাইপি বলতে কী বুঝায়?
ক. ইলেকট্রনিক্স গুডস
খ. ভিডিও চ্যাটিং ব্যবস্থার মাধ্যম
গ. রেডিও স্টেশন
ঘ. স্পেইস স্টেশন উত্তর:™খ
৭. বর্তমান সময়ের আধুনিক সকল যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থাই মূলত কী নির্ভর?
ক. স্যাটেলাইট খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. দৈনিক পত্রিকা উত্তর:™ক
৮. টেলিভিশন একটি
ক. প্রেরক যন্ত্র খ. একমুখী যোগাযোগ ব্যবস্থা
গ. দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা ঘ. টেলিকমিউনিকেশন উত্তর:™খ
৯. কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়?
ক. ই-মেইল খ. ফেসবুক
গ. টেলিকনফারেন্সিং ঘ. টুইটার উত্তর:™গ
১০. কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়?
ক. কম্পিউটার খ. টেলিফোন
গ. প্রিন্টার ঘ. টেলিগ্রাফ ™ উত্তর:
১১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি [মা.বো. ২০১৭] ক. অপচয় কমায় খ. শারীরিক শ্রম বাড়ায়
গ. ব্যয় বৃদ্ধি পায় ঘ. মানুষের মেধা ব্যবহার কমায় উত্তর:™ক

 

বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
১২. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা
i. একে অপরের ছবি দেখতে পারে
ii. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পায়
iii. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii ™উত্তরঃ (ক)
১৩. চাকুরিজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয়, কারণ এ পদ্ধতিতে
i. যাতায়াত খরচ কম হয়
ii. অতিরিক্ত উপার্জন করা যায়
iii. সময়ের সাশ্রয় হয়
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii উত্তরঃ ™ক
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
 নিচের উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫ প্রশ্নের উত্তর দাও :
আরমান তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে। কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখে কথা বলার জন্য আরমানকে পিড়াপিড়ি করাতে সে একটা ব্যবস্থা নিতে সম্মত হয়।
১৪. আরমান মা-এর অনুরোধ পূরণে কোন ব্যবস্থা গ্রহণ করবে?
ক. টেলিকনফারেন্সিং খ. ই-মেইল
গ. ফ্যাক্স ঘ. ভিডিও কনফারেন্সিং উত্তরঃ ™ঘ
১৫. আরমানের মায়ের জন্য তার মেয়ে ও নাতির সাথে যোগাযোগের সহজ উপায় হতে পারে
i. ফেসবুক ii. বিং
iii. স্কাইপি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii উত্তর: ™খ
 নিচের উদ্দীপকের আলোকে ১৬ ও ১৭ প্রশ্নের উত্তর দাও :
আল সাহেব একজন সফল ব্যবসায়ী। তিনি তাঁর ব্যবসায়-বাণিজ্যে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় ইলেকট্রনিক ব্যবস্থায় কেনাবেচা করেন।
১৬. আলম সাহেবের ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে গৃহীত পদ্ধতিতে প্রয়োজন হয়
i. ক্রেডিট কার্ড বহন করা ii. ডেবিট কার্ড বহন করা
iii. নগদ টাকা-পয়সা বহন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii  উত্তরঃ™খ
১৭. আলম সাহেবের গৃহীত পদ্ধতি বাস্তবায়নে কোন প্রযুক্তিটি মুখ্য ভূমিকা পালন করছে?
ক. আধুনিক প্রযুক্তি খ. কৃত্রিম প্রযুক্তি
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. যন্ত্র প্রযুক্তি ™উত্তরঃগ

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here